ইতিহাস ও কার্যাবলী
বগুড়া জেলা হইতে ৭ কিঃ মিঃ উত্তর পুর্ব দিকে অবস্থিত গাবতলী পৌরসভা ২০০২ সালে গঠিত হয় এই পৌরসভা এটি একটি খ শ্রেনীর পৌরসভা । ০৯টি ওয়ার্ড নিয়ে গঠিত অত্র পৌরসভা যাহার আয়তন ১১.৩৭৮ বর্গ কিমি জন সংখ্যা মোট ২৫,৭৬৭ জন। এই পৌরসভায় জাপন সরকার সহযোগিতায় একটি দৃষ্টি নন্দন পার্ক স্থাপনের প্রক্রিয়াধীন আছে এবং একটি কেদ্রীয় ঈদগাহ মাঠ ও ২৭টি মসজিদ রহিয়াছে । শহীদ জিয়াউর রহমানের জন্ম স্থান বগুড়া জেলার গাবতলী উপজেলা বাগবাড়ী গ্রামে এই উপজেলার নাম করন করা হয় কয়েক শত বছর আগের একটি পুরাতন গাব গাছ হইতে যাহার নাম গাবতলী এই গাবতলী এক সময় পাঠ ব্যবসার জন্য বিখ্যাত ছিল পরে এটি গাবতলী উপজেলা হিসাবে বাংলাদেশের মানচিত্রে স্থান পায়। এই উপজেলার বিখ্যাত স্থান প্রাচীন নিদর্শন সরদারের পুকুর । <br> পৌরসভার নামঃ গাবতলী পৌরসভা স্থাপিতঃ ২০০২ সাল । আয়তনঃ ১১.৩৭৮ বর্গ কিমি। শ্রেণীঃ খ শ্রেণী । ওয়ার্ড সংখ্যাঃ ০৯টিজনসংখ্যাঃ মোট ২৫,৭৬৭ জন। উপজেলাঃ গাবতলী । জেলাঃ বগুড়া । বিভাগঃ রাজশাহী।
